ইসরায়েলি হামলায় লেবাননে ফের শতাধিক নিহত

গাজা যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে নিতে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। এর অংশ হিসেবে সেখানে মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর মধ্যে দেশটির রাজধানী বৈরুতের একটি এপার্টমেন্ট ব্লকে আজ ইসরায়েলের চালানো হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার থেকে শুরু করে আজ সোমবার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ১০৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৫৯ জন। খবর এএফপির।

এদিকে, সকালে লেবাননের কোলা জেলায় ইসলামপন্থি সংগঠন জামা ইসলামিয়ার দুজন সদস্যের মালিকানাধীন দুটি এপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলা চালায় ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই প্রথম এ ধরনের হামলা চালালো ইহুদি রাষ্ট্রটি।

লেবাননের একজন নাগরিক জানান, বৈরুতের মধ্যভাগে থাকা জামা ইসলামিয়ার মালিকানাধীন একটি ফ্লাটে চালানো ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) নামের একটি বামপন্থি ধর্মনিরপেক্ষ সংগঠন জানিয়েছে, হামলায় তাদের তিনজন সদস্য মারা গেছে। এএফপির সাংবাদিক জানিয়েছেন, রোববার সারা দিন লেবাননের রাজধানীর আকাশে ইসরায়েলি ড্রোনগুলোকে উড়তে দেখা গেছে।

গত সোমবারের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কয়েকশ লোক নিহত হয়েছে। ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধেও এতো অল্প সময়ে এতো প্রাণহানি হয়নি। এ ছাড়া গত শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।