নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং পণবন্দিদের মুক্ত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। গতরাতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং রাশিয়া ভোটদানে বিরত থাকে।

সাত ধারাবিশিষ্ট ২৭৩৫ নম্বর প্রস্তাবটিতে বলা হয়েছে, তিন ধাপে গাজা উপত্যকায় একটি সার্বিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে। প্রস্তাবে গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত যুদ্ধবিরতি ইসরাইলের পক্ষ থেকে গ্রহণ করার বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি হামাসকেও তা মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে গাজায় অবিলম্বে ও নিঃশর্তভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করার জন্য হামাস ও ইসরাইল উভয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

১০ জুন রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে গাজায় তিন ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ার পর ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যে রাষ্ট্রটি গঠিত হবে পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে নিয়ে এবং যেটি শাসন করবে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ।