শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে নিহত ১১

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাকসানের জুর্ম শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫ মাত্রার। এতে এখন পর্যন্ত শুধুমাত্র পাকিস্তানে ৯ জন এবং আফগানস্থানে ২ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ১০০ জনের বেশি মানুষ।

মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০.১৭ মিনিটে একসঙ্গে কেঁপে ওঠে এই তিন দেশ। খবর- আল জাজিরা। আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয় ভারত ও পাকিস্তানেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।

ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী।