ভারতের বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: প্রশিক্ষণ চলাকালীন ভারতের বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার ভোরে দেশটির মধ্যপ্রদেশের মোরেনায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় বিমান দুটির চালকরা আহত হয়েছেন। তবে তাদের বিধ্বস্ত বিমান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সুখোই-৩০ ও মির‌্যাজ-২০০০ নামের দুটি যুদ্ধবিমান মধ্যপ্রদেশের মোরেনার কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির বিমানবাহিনী।

সূত্রটি আরও জানায়, বিমান দুটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। সেখানে প্রশিক্ষণ চলছিল।

স্থানীয়দের ধারণ করা ঘটনাস্থলের ভিডিওতে একটি বিমানের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।