বিশ্ববাজারে কমেছে জ্বালানী তেলের দাম

তেলের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক: চীনে বাড়ছে কোভিড-১৯-এ আক্রান্তের হার। এরই মধ্যে দুর্বল অবস্থানে রয়েছে মার্কিন ডলারের মান। এতে আংশিকভাবে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম ২ ডলারেরও বেশি কমেছে।

খবর রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ২ ডলারেরও বেশি পড়ে যায়।

এদিন ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য বিক্রি হওয়া ব্রেন্ট ক্রুডের দাম ৯৬ সেন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩০ ডলারে নেমে আসে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৪৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য বিক্রি হওয়া ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (২৮ ডিসেম্বর) ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪২ ডলার হয়। আর ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি হয় ৭৯ দশমিক ৬৩ ডলার।

মার্কিন ডলারের দুর্বল অবস্থানের কারণে তেলের চুক্তিগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, অন্যান্য মুদ্রার ধারকের জন্য তেল সস্তা হয়ে উঠেছে। যার কারণে বাড়তে পারে তেলের চাহিদা।