যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৬২ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক: ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১১টি রাজ্য। ঝড়ে অন্তত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ৩৪ জন। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার মধ্যে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলোতে আটকে পড়েছে। জারি করা হয়েছে সতর্কতা। এদিকে তুষারঝড়ের কারণে কানাডার বিভিন্ন প্রদেশে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের ওপর দিয়ে মঙ্গলবার বয়ে যাওয়া শক্তিশালী তুষারঝড় থেমে গেলেও রেখে গেছে তাণ্ডবের চিত্র। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের সময় ১৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। ঘরবাড়ি রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাজারো মানুষ বসবাস করছেন বিদ্যুৎহীন অবস্থায়। ঝড়ের পর বুধবার সকাল থেকেই বাফেলোর রাস্তাঘাটের তুষার সরাতে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। দুই শতাধিক ট্রাকের সাহায্যে বরফ সরানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।