বান্দরবানে মেনপুং ম্রো এ এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কায়সার (১৮), মো. রাসেদ (২৩), ওমর ফারুক (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে রাসেদ নামে এক যুবকের ফোনে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ জানুয়ারি জেলার সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর মেনপুং ম্রো এর খামারের পার্শ্বে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এক পর্যায়ে এই তরুণীকে ঘুরতে নিয়ে যায় একটি খামার বাড়ি এলাকায়। সেখানে মো. রাসেদ ও তার দুই বন্ধু পালাক্রমে তাকে ধর্ষণ করে।
এ সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা মো. রাসেদ, কায়সার ও ওমর ফারুককে আটক করে ভাগ্যকুল ক্লাবে নিয়ে যায় এবং স্থানীয় মেম্বারের সহায়তায় সদর থানায় সোপর্দ করে।
বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল আজিজ বলেন, আটককৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- ডোপ টেস্টে চাকরিচ্যুত হলেন ৬ পুলিশ সদস্য