ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন মোদি

নিজস্ব প্রতিবেদক: আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৮ মে) নয়া দিল্লিতে পূজা-আর্চনা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।

তবে নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট করেছে দেশটির বেশিরভাগ বিরোধী দলীয় নেতা। কারণ তারা চেয়েছিল, প্রধানমন্ত্রী মোদির বদলে প্রেসিডেন্ট দ্রুপদি মুর্মু এটির উদ্বোধন করবেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মোদি সকাল ৭টা ৩০ মিনিটে নতুন সংসদে আসেন। এরপর লোকসভার স্পিকার ওম বিরলাকে নিয়ে পূজায় বসেন তিনি। পূজা শেষে ‘সেনগোল’ নামের একটি ‘রাজদণ্ডের’ সামনে মাথা নত করেন তিনি। অধিনাম সিয়ার্সরা সেনগোলটি প্রথমে মোদির হাতে তুলে দেন। এরপর তিনি সেটি স্পিকারের আসনের পাশে রাখেন।

এরপর নতুন এ সংসদ ভবনটি তৈরিতে যেসব নির্মাণ শ্রমিক অংশ নিয়েছিলেন তাদের অভিনন্দন জানান মোদি। এর আগে সব ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের প্রার্থনা করেন।