সপ্তাহজুড়ে সূচকের উত্থান লেনদেন বেড়েছ ৮৭ শতাংশ

হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৮৮ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার বা ৮৭.২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে,ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়েছে।