দ্বিতীয় সেমিতে রাতে মাঠে নামবে ফ্রান্স-মরক্কো

নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে প্রায় শেষ হয়ে আসছে কাতার বিশ্বকাপের এবারের আসর। আজ (বুধবার) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আল বায়েত স্টেডিয়ামে দিবাগত রাত ১ টায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স আর আফ্রিকার অদম্য সিংহ মরক্কো।

এই লড়াইয়ে সন্দেহ নেই ফেভারিটদের ফেভারিট ফ্রান্স। দুর্দান্ত দাপটে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে এসেছে ফাইনালে। আর মরক্কো তো এই বিশ্বকাপের চমকের নাম। ফেভারিটদের স্বপ্ন মাড়িয়ে প্রথমবারের মতো তারা গ্রেটেস্ট শো অন আর্থের সেমিতে।

ইতিহাস বলছে, বিশ্ব ফুটবল দুই দেশের সাক্ষাত হয়েছে মাত্র পাঁচবার। যেখানে অজেয় আছে ফরাসিরা। তবে বিশ্বকাপে এবারই প্রথম দেখা হচ্ছে দুই দেশের। সব মিলিয়ে পাঁচ সাক্ষাতের ৩টিতেই জিতেছে ফ্রান্স। দুটি ম্যাচ ড্র।

এবার অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে ফরাসি ফুটবল দল। টানা দু’বার বিশ্বকাপ জেতার হাতছানি তাদের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।