সূচি নিয়ে সন্তুষ্ট নন লিওনেল স্ক্যালোনি

নিউজ ডেস্ক: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে মৃত্যুকূপে পরিণত হওয়া গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্নায়ুক্ষয়ী ও কঠিন শারীরিক লড়াইয়ের পর দরকার এখন বিশ্রামের। কিন্তু বিশ্রামের সময়টা পাচ্ছে না আর্জেন্টিনা।

শনিবারই (৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এত কম সময় পাওয়ায় চটেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এই জয় উদ্‌যাপনে খুব একটা সময় পাচ্ছেন না লিওনেল মেসি-ইউলিয়ান আলভারেজরা।

মধ্যপ্রাচ্যের উষ্ণ সব মিলিয়ে পোল্যান্ডকে হারানোর পর এত দ্রুত মাঠে নামা নিয়ে সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। এতো দ্রুত ম্যাচ খেলতে নামাটাকে ‘পাগলামো’ বলে আখ্যা দেন তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয়, দুদিনের কাছাকাছি সময়ে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো এবং সেটিও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না এটা।’