জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতির।
রবিবার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।
আরো পড়ুন- ‘মোদিবিরোধী মিছিল-মিটিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা’; (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম