আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও বেতারে সম্প্রচার করা হবে। প্রেস উইং জানায়, ভাষণ ইতোমধ্যেই রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন- নারীনেত্রী আয়শা খানম মারা গেছেন