ভারতের উত্তর প্রদেশে একটি শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে হয়েছে। সেখানে আরো অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, এক বৃদ্ধের লাশ দাহ করার সময় শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। আজ রোববার গাজিয়াবাদের মুরাগনগরের একটি শ্মশানঘাটে এ হতাহতের ঘটনা ঘটে।
মেরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেন, ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের মৃতদেহ ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে অনন্ত শতাধিক মানুষ উপস্থিত ছিল। এখনো ধ্বংসস্তূপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছে।
আরও পড়ুন:- পাকিস্তানের হামলায় বিদায়ী বছরে ২৪ ভারতীয় সেনা নিহত
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।