সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে তার দল।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্নপ্রান্তে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে জাতীয় পার্টি।
দিবসটির প্রথম প্রহরেই এরশাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।
এরশাদের সমাধিস্থল রংপুরে এসময় উপস্থিত ছিলেন নগর মাতা মোছা. জেলি রহমান, জাতীয় পার্টি (জাপা)র যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সদ্য মনোনীত জেলা জাপার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সহসাধারণ সম্পাদক খতিবর রহমান, মহানগর কমিটি এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে জাপা। বিকাল ৪টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যরা অংশ নেবেন।