প্রতিদিন আমাদের চলার পথে মানুষের সাথে কথা বলতে হয়। আর মুখ দিয়ে কথা বলার সময় মুখের অসহ্যকর গন্ধে অনেকেরই অবস্থা নাজেহাল হয়। এই বাজে সমস্যার কারণে পড়তে হয় লজ্জায়ও। অনেক কাছের মানুষও বাধ্য হয়ে দূরে সরে যায়। এর থেকে রক্ষা পেতে অনেকেই নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন। যা সব সময় কাজে দেয় না।
প্রতিদিন সকাল ও রাতে নিয়ম মেনে দাঁত ব্রাশ করতে ভুলবেন না। যতটা সম্ভব মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতেই সুস্থ থাকবে আপনার দাঁত।
এছাড়াও আপনি জানেন কি, মুখের দুর্গন্ধ জাদুর মতোই দূর হবে ঘরোয়া দুই উপায়ে। যা বেশ সহজলভ্যও।
> মুখে যাদের গন্ধের সমস্যা আছে কিংবা দাঁতে ব্যথা হয়, তারা নিয়মিত লবঙ্গ খেতে পারেন। লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া এটি ব্যথাও নির্মূল করে।হালকা কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে কয়েকবার কুলকুচি করুন। দেখবেন মুহূর্তেই মুখের বাজে গন্ধ থেকে মুক্তি পেয়ে যাবেন।
আরো পড়ুন- গলাব্যথা সারানোর উপায়