আজ রবিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। কারওয়ান বাজারে অবস্থিত তিতাসের প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তি ভূষন লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতাল সংলগ্ন এলাকা। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে।