রাজধানী ঢাকাসহ পুরো দেশে চলছে ফুল বিক্রির মহা উৎসব। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রহর গুনছেন অনেকেই। ফুল বিক্রির চিন্তাতেও পিছিয়ে নেই ব্যবসায়ীরা।
তবে ভালোবাসার দিনে এতিমদেরকে ভালোবাসা বিলাতে অভিনব এক উদ্যোগ নিলো আহ্বান ফাউন্ডেশন । সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী চলে ফুলবিক্রি। আর এই ফুল বিক্রির লভ্যাংশ অর্থ ব্যয় হবে এতীম শিশুর শিক্ষা-উপকরণ সহযোগিতার খাতে। রাজধানীর ধানমন্ডি লেকে সারাদিন চলবে এই কর্মসূচি।
কয়েকজন নিষ্ঠাবান আর মানবতাবাদী তরুণ-তরুণীদের এই উদ্যোগে অনেকেই তাদের স্বাগত জানিয়েছেন।