বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে মুজিববর্ষের কাউন্টডাউন বা ক্ষণগণনা।
জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে ১৭ মার্চ। এ উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৩টি জেলার ৫৪টি স্থানে কাউন্ট ডাউনের ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।
রাজধানীতে বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা উদ্বোধন ও লোগো উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন।