ইসরাইল সেনাবাহিনীতে নারীদের ওপর যৌন হয়রানি বেড়েছে

যৌন

ইসরাইলে নারী সহকর্মী সেনাবাহিনীদের ওপর যৌন হয়রানির ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌন হয়রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সেনাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয় ২০২০ সালে ইসরাইল মিলিটারি পুলিশে ১৫৪২ টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

বিভিন্ন ইসরাইলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সাল থেকে প্রতি বছর এ যৌন হয়রানির ঘটনা বাড়ছে। কয়েকটি ঘটনায় নারীরা আইনি পদক্ষেপ নিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইসরাইলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

আরো পড়ুন- ইরানে হামলা নিয়ে আলোচনায় বসেছে ইসরায়েল