ইরানে হামলা নিয়ে আলোচনায় বসেছে ইসরায়েল

ইরানে হামলা

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে গত সোমবার ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে এ তথ্য।

দেশটির কান নিউজ চ্যানেল জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ, চিফ অব স্টাফ আবিব কোচাবিসহ ইসরায়েলের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারা ইরানে হামলা নিয়ে অভিযান পরিচালনার জন্য অর্থ সরবরাহের বিষয়ে আলোচনা করেছেন।

গেলো সোমবারের ওই বৈঠকের মাত্র দু’দিন পরেই বুধবার ইরান ইস্যুতে আলোচনায় অগ্রগতির জন্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে ইসরায়েলি চিফ অব স্টাফ ঘোষণা দিয়েছিলেন, তিনি দেশটির সেনাবাহিনীকে ইরানে হামলা প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন- ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা কমালো আমিরাত-বাহরাইন