শেয়ারবাজারে পতন থামলেও লেনদেন বাড়েনি

শেয়ারবাজারে পতন

টানা সূচক পতনের পর অবশেষে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২ টির, দর কমেছে ৫৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫ টির। ডিএসইতে ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০ কোটি ৬৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ২৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭ পয়েন্টে।

সিএসইতে ১৮০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২ টির দর বেড়েছে, কমেছে ৫৬ টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।