আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

কর্পোরেট সুশাসনের জন্য একাদশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি.। টানা নবমবারের মতো টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড জিতে নেয় প্রতিষ্ঠানটি।

শনিবার (৫ অক্টোবর, ২০২৪) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন কল্লোল এবং প্যারামাউন্ট টেক্সটাইল এর চেয়ারম্যান আনিতা হক অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা জনাব সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান।

টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এছাড়া মতিন স্পিনিং মিলস পিএলসি সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি ও শাশা ডেনিমস লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে।