ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা দিয়েছে র্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড । বিশেষ এই অফারের মিতসুবিসি ফুসো রোসা বাসের গ্রাহকরা বিক্রয় পরবর্তী সেবার উপর একটি সম্পূর্ণ নিশ্চয়তা প্যাকেজ পাবেন, যা তাদের যানবাহন ব্যবহারে আরো স্বস্তি এবং নির্ভরতা দেবে।
অফারটিতে থাকছে ফ্রী সার্ভিস: ৮ টি, ওয়ারেন্টি: ৪ বছরের বা ২,০০,০০০ কিলোমিটার পর্যন্ত কভারেজ সুবিধা। এই অফারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা যানবাহনের সর্বোত্তম পারফরম্যান্স উপভোগ করতে পারেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সার্ভিসিং এর ক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন।
এ বিষয়ে র্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেডে’র কর্তৃপক্ষ জানিয়েছে ‘‘এই অফারটি মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা যানবাহনের সর্বোচ্চ মানের গ্রাহক সেবা এবং বিক্রয় পরবর্তী সমর্থন চান। আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রাহকদের জন্য উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে, সেই লক্ষে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পূর্বের অফার গুলোর মত এবারও আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে পারব।’’
বিশেষ এই অফারটি নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলমান থাকবে।