সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৩৮৯ কোটি টাকা

Map with glowing blurry candlestick forex chart. Global trade and invest concept. 3D Rendering

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৫২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গেল কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ২২ দশমিক ৭০ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১০৫ টির, কমেছে ২৪৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৮ টি কোম্পানির বাজারদর।