বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০ বারে ১২ লাখ ৩৪ হাজার ২৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৫৫৮ বারে ১ লাখ ৪১ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ৩৭৭ বারে ২ লাখ ৭০ হাজার ১২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৫.১০ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৪.৭৫ শতাংশ, গ্রামীণফোনের ৪.৫৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪.১৯ শতাংশ, বিকন ফার্মার ৪.১৭ শতাংশ, সোনালী পেপারের ৪.০৩ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪ শতাংশ দর বেড়েছে।