বন্যা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে দেশের বেশ কয়েকটি জেলার মানুষ। অসহায় এই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম বীমা কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মচারীরা এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। সোমবার ( ২ সেপ্টেম্বর, ২০২৪) চেকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে ওই টাকা জমা দেয়া হয়।
এ বিষয়ে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের কতৃপক্ষ জানান, ‘বন্যার্ত এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের সকল কর্মীর এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।’
সরকার এবং দেশবাসীর পাশে থেকে বন্যার্তদের সাহায্যার্থে মেঘনা ইন্স্যুরেন্স তার এই সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে।