বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বাংলাদেশের কমনওয়েলথ স্কলারস এন্ড ফেলোর (বিএসিএসএএফ) ২০২৪-২৬ মেয়াদের সদস্য নির্বাচিত হয়েছেন।
১৪ সদস্য বিশিষ্ট এই প্লাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়াও ট্রেজারার নির্বাচিত হয়েছেন সায়েদ এম ইশতিয়াক, সহ-সভাপতি অধ্যাপক ড. বিশ্বাস করবি ফারহানা, অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমিন প্রমুখ।