মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা পরিচালক মোঃ আনোয়ারুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (১ সেপ্টেম্বর ২০২৪) ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। ইতিপূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন।

ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব লি:, ধানমন্ডি ক্লাব লি: এবং উত্তরা মডেল ক্লাব লি: এর সদস্য।