রাশেদ খান মেনন আটক

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টার দিকে তাকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয়।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা আলমগীর রতন বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে। তাকে কোথায় নেওয়া হয়েছে জানতে চাইলে মোস্তফা রতন বলেন, যেহেতু উনাকে ডিবি আটক করেছে, তাই ডিবি কার্যালয়ে থাকার কথা।

এর আগে সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।