সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ আগষ্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩৬৬ টি কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২৫ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৪০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫২ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬ পয়েন্টে।
আলোচ্য দিনে ডিএসইতে মোট ৪৮০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে (১৫ আগষ্ট) লেনদেন হয়েছিলো ৯৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার। যা গত কার্যদিবসের তুলনায় আজ প্রায় ৪৮ দশমিক ১৩ শতাংশ কম।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮ টির, কমেছে ৩৬৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ১৪ টি কোম্পানির বাজারদর।