সপ্তাহের শেষ কার্যদিবস সূচক ও লেনদেনের পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৬৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৯ পয়েন্টে।

আলোচ্য দিনে ডিএসইতে মোট ৯৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা।

আজ লেনদেন হওয়া মোট ৩৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ২৭৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।