কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর হুমকি ও হেনস্তাসহ নিপীড়নের দায়ে এক শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিন নানা অপরাধের অভিযোগ এনে বিবিএ ডিপার্টমেন্টের ডিরেক্টর শেখ আব্দুর রহিমকে চাকুরি থেকে অব্যাহতির দাবি জানান বিভাগের শিক্ষার্থীরা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিবিএ ডিপার্টমেন্টের ডিরেক্টর শেখ আব্দুর রহিমকে চাকুরি থেকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দেশ সমাচারকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত। তাছাড়া সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেসব অভিযোগ এনেছেন তা সত্যি।