ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানসহ অনেক কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন। আস্তে আস্তে অনেকেই কাজে যোগ দিচ্ছেন। তারা সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশের জনসংযোগ শাখার ওই সূত্রটি আজ বৃহস্পতিবার জানায়, আশা করা হচ্ছে ডিএমপির সব পুলিশ সদস্য দ্রুতই কাজে ফিরবেন। বিশেষ করে নতুন সরকারের শপথ হয়ে গেলে সব ধরনের জটিলতা ঠিক হয়ে যাবে।
সূত্রটি জানায়, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মধ্যে ভয় বিরাজ করছে। এই ভয় কাটাতে হবে। এর জন্য নাগরিক সমাজসহ সবাইকে সহযোগিতা করতে হবে।
এর আগে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের প্রধান।