রাজধানীবাসীর বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পরিপূর্ণ সক্ষমতার পরিচয় দিলো স্বপ্নবাহন মেট্রোরেল।
রোববার (৫ নভেম্বর) শুরু হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল। এদিন সকাল সাড়ে ৭টায় প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা করে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে পৌঁছায়। এ যাত্রায় স্বপ্নবাহনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।
বেসরকারি ব্যাংক এক কর্মকর্তা বলেন, ‘এতদিন মতিঝিলে আসতে আড়াই ঘণ্টার বেশি সময় লাগতো। সময়মতো অফিসে পৌঁছানোর জন্য বাসা থেকে সকাল সাড়ে ৭টায় বের হতাম। তারপরও বেশিরভাগ সময়ই ১০টার মধ্যে পৌঁছাতে পারতাম না। কিন্তু এখন সাড়ে ৯টায় বের হলেই মতিঝিল পৌঁছাতে পারবো।
এর আগে, শনিবার (৪ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের (এমআরটি লাইন সিক্স) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা দিয়ে। আগারগাঁও থেকে মেট্রোতে চেপে তিনি পৌঁছান মতিঝিলে। উচ্চগতিতে নয়, নিয়ন্ত্রিত গতিপথে ত্রিশ মিনিটের কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোর বিশেষ ট্রেনটি মতিঝিলে পৌঁছালে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।