হুমকির মুখে স্বপ্নের মেরিন ড্রাইভ

নিজস্ব প্রতিবেদক: হুমকির মুখে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ। পূর্ণিমার জোয়ারের ঢেউয়ের তোড়ে বিশ্বের বৃহত্তম এ মেরিন ড্রাইভ সড়কের পাঁচটি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টায় ওই এলাকার পশ্চিম মুন্ডার ডেইলসংলগ্ন নতুন করে ভেঙে গেছে ১৫০ মিটারের মতো। বৃহস্পতিবার ওই এলাকায় ৬০ মিটারের মতো সড়ক ভেঙে পড়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দৃষ্টিনন্দন এ সড়কটির অন্তত পাঁচটি নতুন স্থানে ভাঙতে দেখা গেছে। সব মিলিয়ে গত তিন দিনে সড়কটির কমপক্ষে ১৫ স্থানে ভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে হাদুরছড়া বিজিবি ক্যাম্পসংলগ্ন শ্মশান পর্যন্ত দুই কিলোমিটার এলাকা।

সব মিলিয়ে গত তিন দিনে সড়কটির কমপক্ষে ১৫ স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে ভাঙন রোধে কাজ শুরু করেছে সেনাবাহিনী। নৈসর্গিক সৌন্দর্যের মেরিন ড্রাইভ রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।