দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৫ম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০২ দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শুরুতে প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৯ টাকা ১০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৪ টাকা। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ৪ টাকা বা ৯০ বা ৯.৯৭ শতাংশ। যার ফলে শুরুতে প্যারামাউন্ট ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৯.৯৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৯.৯৫ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ৯.৯১ শতাংশ, ঢাকা ইন্সুরেন্স ৯.৮৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৯.৮৭ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্স ৯.৮৫ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স ৯.৮২ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ৯.৮০ শতাংশ এবং রতনপুর স্টিল ৯.৬৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।