রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা

স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। রোববার (১৮ মার্চ) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে শনিবার (১৭ মার্চ) একদিনেই প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ে ৭ হাজার ৬৯৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি পড়বে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৬৩ হাজার ৩০১ টাকা।