দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০১টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৬৭ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫২ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৫০ পয়সা বা ৪.২১ শতাংশ কমেছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকয় ২.৩৫ শতাংশ, বাটা সুয় ১.৫৩ শতাংশ, জ ৪.২৪ শতাংশ, জেমিনি সি ফুড ১.০৯ শতাংশ, মালেক স্পিনিংয় ১.০৩ শতাংশ, প্রাইম ব্যাংকয় ১.০২ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ০.৯৯ শতাংশ, হামিদ ফেব্রিক্স ০.৯৯ শতাংশ এবং এ্যাপেক্স ফুডস ০.৯৯ শতাংশ এবং জুট স্পিনিংয় ০.৯৯ শতাংশ দর কমেছে।