দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৪ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩.২১ শতাংশ কমেছে। এতে করে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: বাংলাদেশ শিপিং করপোরেশন ১.৮৩ শতাংশ, মালেক স্পিনিয় ১.৭৩ শতাংশ, হা ওয়েল টেক্সটাইলস ১.৭০ শতাংশ, লাফার্জ হোলসিম ১.৬৩ শতাংশ, ইনট্রাকো রিফিউলিংয় ১.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ১.৪৭ শতাংশ, অলিম্পিক ইনডাস্ট্রিজ ১.২০ শতাংশ, জুট স্পিনিংয় ০.৯৯ শতাংশ,শমরিতা হসপিটাল লিমিটেড ০.৯৯ শতাংশ দর কমেছে।