দর বেড়েছ যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৭ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৪১ শতাংশ বড়েছে। এতে করে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডিকম ৭.১১ শতাংশ, জেমিনি সী ফুড ৬.৮৯ শতাংশ, এসকে ট্রিমস ৬.২২ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ৫.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৫.১৪ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্স ৪.৭১ শতাংশ, আইসিএমএবি-২য় মিউচুয়াল ফান্ড ৪.৫৯ শতাংশ, মনোস্পুল পেপার ৪.৫০ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলস ৪.৩৯ শতাংশ দর বেড়েছে।