দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬১টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১৪ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১১ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ২.১৮ শতাংশ কমেছে। এতে করে মুন্নু সিরামিক শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: প্যাসিফিক ডিনিমস ১০ শতাংশ, ইস্টার্ন লুব্রিবেন্টস ০.৯৯ শতাংশ, মন্নো এগ্রো ০.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশন্স ০.৯৯ শতাংশ, জুতি স্পিনারর্স ০.৯৯ শতাংশ, জিল বাংলার সুগার মিলস ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ০.৯৯ শতাংশ, সোনালী আঁশ ০.৯৮ শতাংশ এবং বাংলাদেশ অটোকার্স ০.৯৭ শতাংশ দর কমেছে।