গাড়ির চাকা ঘুরছে না বিমানবন্দর সড়কে

নিউজ ডেস্ক: রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সাতরাস্তা এলাকা থেকে উত্তরা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বেলা গড়ানোর সাথে সাথে এই সারি আরও দীর্ঘ হচ্ছে। জানা যায়, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে কার্যত এয়ারপোর্টমুখি সড়কে যানচলাচল স্থবির হয়ে রয়েছে। বিশেষ করে মহাখালী বা প্রগতি সরণি থেকে বিমানবন্দর হয়ে উত্তরাগামী রাস্তায় যানচলাচল একদম বন্ধ রয়েছে। এর ফলে বিমানবন্দর হয়ে এই যানজটে একদিকে পৌঁছেছে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আর অন্যদিকে পৌঁছেছে রামপুরা পর্যন্ত।

হেলাল নামের এক যাত্রী বলেন, কাকরাইল যাবো। কিন্তু বাস যা আসতেছে সব ভরা। মূলত মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে একদিকে রাজধানীর মহাখালী ও অন্যদিকে রামপুরা এবং মিরপুর রুটে কালশী পর্যন্ত গিয়ে ঠেকেছে।