আমদানি কমেছে হিলি স্থলবন্দরে

নিজস্ব প্রতিবেদক: হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এলসি না খোলায় আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে আমদানি কমার কারণে কমেছে রাজস্ব আদায়ও।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় জানায়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে ৪ লাখ ৭০ হাজার ৯১৩ টন পণ্য আমদানি হয়েছে। গেল অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ৪ হাজার ৭৩৮ টন। সে হিসেবে আমদানি ১ লাখ ৩৩ হাজার ৭২৫ টন কমেছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ডলার সংকটের কারণে ব্যাংকগুলো কোনো এলসি না করায় আমরা আমদানিকারকরা চরম বিপাকে পড়েছি। সম্প্রতি পেঁয়াজ ও চালের কিছু করে এলসি দিলেও সেটি আমদানিকারকদের চাহিদার তুলনায় অপ্রতুল। যেখানে ১০টি এলসি খোলার দরকার তার বিপরীতে দুটি দিচ্ছে। তিনি শর্তসাপেক্ষে কাঁচাপণ্য ও খাদ্যদ্রব্য আমদানির জন্য এলসি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে আমরা পণ্য আমদানির জন্য ব্যাংকে কোনো এলসি করতে পারছি না। খাদ্যদ্রব্যের এলসি দেয়ার কথা বললেও দিচ্ছে না। আমাদের অনেক পণ্য ভারতে ক্রয় করা আছে। সেগুলো আনতে পারছি না। এ কারণে বন্দর দিয়ে পণ্য আমদানির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে আগের এলসির বিপরীতে পণ্য আমদানি হচ্ছে বলেও জানান তিনি।