আর্মি পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়

নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ভারসাম্য ও সহনশীলতা না থাকলে আর্মি পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি একথা বলেন।

সিইসি মনে করেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।