সূচকের উত্থানে চলছে লেনদেন

নতুন দুই কোম্পা‌নি

নিজস্ব প্র্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় সিংহভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। আজ বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩৩১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ইতিবাচকতায় চলছে লেনদেন। এদিন সিএসইতে ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।