বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ঋণসীমা তুলে নিয়েছ বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং ডিপ্লোমা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানের জন্য ঋণসীমা তুলে নিয়েছ বাংলাদেশ ব্যাংক। আগামী পাঁচ বছর এসকল প্র‌তিষ্ঠান‌গুলোকে যতখু‌শি তত ঋণ দি‌তে পার‌বে ব্যাংক। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখ‌তে এ সু‌বিধা দেওয়া হ‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়ে‌ছে।

ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে‌, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ব্যয় যেমন জমি ক্রয়, মেশিনারি আমদানি ও ক্রয় বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয়, মেরামতের জন্য তাদের প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। এজন্য আগামী পাঁচ বছর ব্যাংকঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেওয়ার হিসাব কার্যকর হবে না।