ডেঙ্গু আক্রান্তে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯৮

নিউজ ডেস্ক: সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৭৩৭ জনে।

আজ শুক্রবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।গেল ২৩ অক্টোবর দেশে একদিনে রেকর্ড এক হাজার ৩৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে,ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন