দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই সিরিঞ্জের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৬০ টাকা ৭০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১১ টাকা ৩০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা ৬০ পয়সা বা ১০.৯৮ শতাংশ বেড়েছে। এতে করে জেএমআই সিরিঞ্জে শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: আনোয়ার গ্যালভানাইজিংয় ৮.৭৫ শতাংশ, এপেক্স ফুডস ৮.৬০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭.৬৩ শতাংশ, জেমিনী সী ফুড ৭.৪৯ শতাংশ, আরামিট লিমিটেড ৭.৪০ শতাংশ, সোনালী আঁশ ৬.০৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৪.৫৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪.১১ শতাংশ এবং বেক্সিমকো ফার্মা ৩.৭৫ শতাংশ দর বেড়েছে।