দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রংপুর ফাউন্ড্রির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৯৭ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১৬ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে রংপুর ফাউন্ড্রি শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: এডিএন টেলিকম ৯.৯৩ শতাংশ, সান লাইফ ইন্সুরেন্স ৯.৯৩ শতাংশ, আমরা টেক ৯.৮৭ শতাংশ,বারাকা পতেঙ্গা পাওয়ার ৯.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৯.৫৪ শতাংশ, আজিজ পাইপ ৯.২৮ শতাংশ, তমিজ উদি্দন টেক্সটাইল ৮.৭৪ শতাংশ, পেপার প্রসেসিংয় ৮.৭৪ শতাংশ এবং বিডি ল্যম্প ৮.৭৩ শতাংশ দর বেড়েছে।